স্টাফ রিপোর্টার :
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৮ পিস স্বর্ণের বারসহ পরেন্দ্র দাস (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধারকৃত স্বর্ণের বারের বাজার মূল্য সাড়ে ৩ কোটি টাকা। যার ওজন ৬ কেজি ১৪৮ গ্রাম।
গ্রেফতারকৃত পরেন্দ্র দাস মৌলভীবাজারের আটঘর নাজিরাবাদ গ্রামের বাসিন্দা। সোমবার ৮ নভেম্বর সকাল ৮টার দিকে পরেন্দ্র বিজি ২৪৮ বিমানের ফ্লাইটে করে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর সকাল ৯টার দিকে দুবাই ফেরত পরেন্দ্র দ্রুত গ্রীন চ্যানেল অতিক্রমকালে কাস্টমস কর্তৃপক্ষ তার কাছে কোন স্বর্ণের বার আছে কিনা জানতে চাইলে তিনি অস্বীকার করেন। পরে তাকে চ্যালেঞ্জ করে তল্লাশি করা হয়। তার পাসপোর্ট নাম্বার-বিডব্লিউ ০৪৬১২৫৫।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ডেপুটি কমিশনার অব কাস্টমস আল আমিন। তিনি জানান, দুবাই থেকে নিয়ে আসা ২ জুসার মেশিনে রক্ষিত ৩৮ পিস স্বর্ণের বার ও ১পিস স্বর্ণের চাকতি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা বলে জানান তিনি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।