সিলেটে জাতীয় যুব দিবস কাল

5

আগামীকাল ১ নভেম্বর সোমবার সারা দেশের ন্যায় সিলেটেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দিবস ২০২১ পালিত হবে। যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট এ দিবসটি পালনের লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। ‘‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০২১ কে সফল করার লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ যুব সংগঠকদের নিয়ে পৃথক পৃথক মতবিনিময় করে সিলেট যুব উন্নয়ন অধিদপ্তর। জেলা প্রশাসন সিলেট ও যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট এর যৌথ উদ্যোগে আগামীকাল ১ নভেম্বর সোমবার ১০টায় সিলেট জেলা পরিষদের হলরুমে আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র প্রদান এবং মাদক ও সন্ত্রাস, জঙ্গি বিরোধী জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার খলিলুর রহমান। সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট এর উপ পরিচালক মোঃ মিজানুর রহমান জানান, সারা দেশের ন্যায় সিলেটেও এবারের যুব দিবসের অনুষ্ঠানে আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র প্রদান এবং মাদক ও সন্ত্রাস, জঙ্গি বিরোধী জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুধু যুব দিবস নয়, সিলেটের সামাজিক সংগঠনগুলোকে সরকারী নিদের্শ মোতাবেক একত্রিকরণের মাধ্যমে ব্যাপক পরিসরে সমাজসেবার কাজ করার জন্য উৎসাহ প্রদানের লক্ষ্যে সিলেট যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।
যুব দিবসের অনুষ্ঠান সফল ও সার্থক করে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রতি তিনি আহবান জানান। বিজ্ঞপ্তি