বাবার স্মৃতি

12

মো. নাজিম উদ্দিন :

দূর আকাশের তারার মাঝে
হচ্ছে মনে বাবা হাসে
জর্জড়িত স্মৃতিগুলো
ক্ষণে ক্ষণে চখে ভাসে।

দুই নয়নের পানিগুলো
জর্জড়িয়ে নিচে পড়ে
হাত বুলানোর বাবা তুমি
কেমনে গেলে আমায় ছেড়ে।

বাবা বাবা বলে আমি
খুঁজে বেড়ায় তোমার ঘরে
সাড়াশব্দ দেওনা কেন
তোমার পাশে আছি পরে।

আমায় ছেড়ে বাবা তুমি
ও পাড়েতে কেমন আছ?
সারা জনমের আদরে
স্মৃতিগুলো রেগে গেছ।