এসএমপি’র উপ-পুলিশ কমিশনার সঞ্জয় সরকারের বিদায় সংবর্ধনা

7

স্টাফ রিপোর্টার :
সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে গতকাল রবিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) সঞ্জয় সরকার এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এসএমপি সম্মানিত পুলিশ কমিশনার নিশারুল আরিফ মহোদয় এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ।
উল্লেখ্য যে, পুলিশ হেডকোয়ার্টার্স এর এক আদেশ মূলে উপ-পুলিশ কমিশনার সঞ্জয় সরকারকে এসএমপি হতে চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলী করা হয়।