পরোয়ানাভুক্ত পলাতক আসামী ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার

4

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমা থেকে পরোয়ানাভুক্ত এক পলাতক আসামীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে লাউয়াই এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম, শাহেদ আহমদ মাক্কু (২৮)। সে দক্ষিণ সুরমা থানার দক্ষিণ খোজারখলা এলাকার মৃত ছমির উদ্দিনের পুত্র।
পুলিশ জানায়, বুধবার রাত সোয়া ১১ টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল লাউয়াই বঙ্গবীর রোডস্থ সাজু ডেন্টিং এন্ড পেইটিং ওয়ার্কসপ এর সামনে মাদক ক্রয়-বিক্রয় করছে গোপনে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও পরোনাভুক্ত পলাতক আসামী শাহেদ আহমদ মাক্কুকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-২০, তারিখ-২১/১০/২০২১খ্রিঃ ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১৯(ক) রুজু করা হয়। এছাড়া ধৃত আসামী শাহেদ আহমদ মাক্কুর বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-২৯, তারিখ-২৯/০১/২০২১খ্রি:, ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক)/৪১ এর পরোয়ানাভুক্ত আসামী হিসেবে পলাতক ছিল।