জেলা ও মহানগর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ॥ সিলেটে যেকোন ধরণের সাম্প্রদায়িকতা রুখে দিতে ছাত্রলীগ প্রস্তুত

2
দেশের বিভিন্ন স্থানে মন্দির ও পূজা মন্ডপে হামলার প্রতিবাদ জানিয়ে নবগঠিত সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল।

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর পুড়িয়ে দেয়ার ঘটনায় সিলেটে রাজপথে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
সোমবার (১৮ অক্টোবর) বিকেলে নগরীর তেলিহাওর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মহানগর ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম বাপ্পির সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগ নেতা সৌরভ জায়গীরদারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ নেতা আশফাক আহমদ মাসুদ, মুহিবুর রহমান, জঙ্গিনুর আহমদ জিবান, মহানগর ছাত্রলীগ নেতা সৌমিক আহমদ, দিপংকর টিপু, ফাহিম রশিদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা শাক্কুর আহমদ জনি, আব্দুস সাদিক তারেক, আল মামুন, পিনাক দে পাপ্পু, শহীদ আহমদ, সুপান আহমদ, পাপ্পু আহমদ, সাদেক আহমদ, আশিক আহমদ, রকি ফরাজি, হাফিজ আহমদ, শাহেদ আহমদ, মারওয়ান আহমদ, তানভীর আহমদ, ইমন ইবনে সম্রাজ, আতিকুল ইসলাম, দীপরাজ দাস দিপায়ন, শিমুল আহমদ, সামাদ চৌধুরী, মহানগর ছাত্রলীগ নেতা-বাছিত তুহিন, সৌরভ শাওন, ফয়জুর রহমান, লিমন চৌধুরী, হামিদুর রহমান তপুসহ জেলা ও মহানগর ছাত্রলীগের অসংখ্য নেতা-কর্মী।
সমাবেশে বক্তারা বলেন, সিলেটে যেকোন ধরণের সাম্প্রদায়িকতা রুখে দিতে ছাত্রলীগ প্রস্তুত রয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে কাজ করে আসছে, আগামীতেও কাজ করবে।
তারা বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই আমরা ভাই ভাই। তাই আমাদের সকলের মিলেমিশে চলতে হবে। নেতৃবৃন্দ বলেন, যারাই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়, তারা দেশের শত্রু, জাতির শত্রু। এদেরকে রুখে দিতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় তাদেরকে রুখে দেওয়া সম্ভব। বিজ্ঞপ্তি