রফিকুল ইসলাম :
পুরানো আসবাব পত্র ঘটি-বাটি
আমার অনেক দিনের চেনা
হোক পুরানো জীর্ণ মলিন রয়েছে
তাতে ছন্দবিন্যাস।
ভাল লাগে না নতুন..
ভাল লাগে সেই অভাব-অনাটন
পরতে পরতে কঠিন হিসাবনিকাশ
সমাপ্তি ঘটেছে তার।
ভাল লাগে না নতুন..
ভাল লাগে না টবের নতুন গাছটি
গোলাপের মরা গাছটিই ছিল ভাল
রোদ বৃষ্টিতে ভিজে শেঁওলা ঢাকা
পুরানো প্রাচীর যেন কত দিনের চেনা।
ঐ যে পড়ে আছে
ভাঙ্গা ছাই ফেলা কুলাটি
যেন লেগে আছে কার হাতের ছোঁয়া।
ভাল লাগে না নতুন …
ব্যথার অভিমানগুলো দীর্ঘস্থায়ী হোক
দুঃস্বপ্নেরা শিথানেই পড়ে থাক
তবুও ভাল।
করুক না জলে টলমল দু’চোখ
কোন উৎসব আনন্দ মাঝে
আকাশে উড়ুক না সাদা মেঘ
না থাক বৃষ্টির ফোঁটা বর্ষামাসে।
থাকুক না ঘাসগুলি হলদে ফ্যাকাশে
বেঁচে থাক হাজার বছরের ইতিহাস
আমার যত ভালো লাগা অনুভূতি
সেখানেই আমার বসোবাস
পুরানো সভ্যতার ধ্বংসাবশেষে ..!
আমার ভাল লাগে না নতুন
ভালো লাগে না নতুন…