মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অছিয়ত আলী দাখিল মাদরাসায় ৪ দিনব্যাপী কর্মশালা সম্পন্ন, ১৬ অক্টোবর পুরস্কার বিতরণ

14
আলহাজ¦ অছিয়ত আলী-কমিরুন্নেছা হাফিজিয়া দাকিল মাদরাসা আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৪ দিনব্যাপী কর্মশালায় বক্তব্য রাখছেন মাদরাসার সুপার মাওলানা আখতার হোসাইন জাহেদ।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিলেট নগরীর টিলাগড়স্থ আলহাজ¦ অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদরাসায় ৪ দিনব্যাপী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শীর্ষক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা ১৩ অক্টোবর সম্পন্ন হয়েছে। গত ১০ অক্টোবর থেকে শুরু হওয়া কর্মশালায় সভাপতিত্ব করেন মাদরাসার সুপার মাওলানা আখতার হোসাইন জাহেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্য যুক্তরাজ্য প্রবাসী সুহেল আরসাদ। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন মাসিক পরওয়ানার সহ সম্পাদক মুহাম্মদ উসমান গণি। কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা রাখেন মাদরাসার শিক্ষক মাওলানা বেলাল আহমদ, শাহ জুনেদ আহমদ, মাওলানা নুমান উদ্দিন, মাওলানা আলিম উদ্দিন ও ইমরান আহমদ।
কর্মশালায় প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে বিষয়ভিত্তিক আলোচনার পর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চারটি বিভাগে বিন্যস্ত শিক্ষার্থীরা কর্মশালা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
এদিকে আগামী ১৬ অক্টোবর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য ও মাদরাসার প্রধান উপদেষ্টা আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী। বিজ্ঞপ্তি