মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারে পূজা পরিদর্শন করেছেন ভারতের সহকারী হাইকমিশনার (সিলেট) নিরাজ কুমার জয়সওয়াল।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরের দিকে নিরাজ কুমার জয়সওয়াল মৌলভীবাজারে পূজা দেখতে আসেন। এসময় তিনি শহরের কিছু উল্লেখযোগ্য মন্ডপে যান।
কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি মন্ডপে আগত দর্শনার্থীদের মাস্ক পরা, নারী-পুরুষের জন্য পৃথক যাতায়াত ব্যবস্থা রাখা এবং সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানাসহ অন্যান্য নির্দেশনা মেনে এবারের দুর্গাপূজার আয়োজনে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন বলে জানান, সদর পূজা উদযাপন কমিটির সম্পাদক সুমেশ দাস যীশু।
পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, এ বছর মৌলভীবাজার পৌরশহর, সদর উপজেলাসহ জেলার ৭টি উপজেলায় সার্বজনীন ও ব্যক্তিগত মিলিয়ে জেলায় সর্বমোট ১ হাজার ৫টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। এর মধ্যে জেলায় সার্বজনীন পূজা মন্ডপ রয়েছে ৮৭৯টি ও ব্যক্তিগত পূজা মন্ডপ রয়েছে ১২৬টি। মৌলভীবাজার শহরের সৈয়ারপুরের ত্রিণয়নী মন্ডপে ২৫ফুট উচ্চতার মূর্তি রয়েছে এগিয়ে।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানিয়েছেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।