করোনা সংক্রমণের পর সিলেট থেকে বড় গ্রুপের ওমরা হজ¦ যাত্রা

9

করোনা সংক্রমণের পর ১১ অক্টোবর সিলেট থেকে বড় একটি গ্রুপ সৌদিতে খাজা এয়ার লাইনারের স্বত্ত্বাাধিকারী আলহাজ¦ মাওলানা খাজা মঈনউদ্দীন আহমদ জালালাবাদীর নেতৃত্বে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ওমরা হজে¦র জন্য যাত্রা করেছেন। যাত্রার পূর্বে দোয়া পূর্ববর্তী সভায় আলহাজ¦ মাওলানা খাজা মঈনউদ্দীন আহমদ জালালাবাদী বলেন করোনাকালীন সময়ে ওমরা হজ¦ বন্ধ ছিলো খোলার পর বিচ্ছিন্নভাবে বিভিন্ন এজেন্সি সিলেট থেকে ওমরায় মানুষ প্রেরণ করেন। কিন্ত একসাথে গ্রুপ ভিত্তিক ওমরা হজ¦ যাত্রী কেউ প্রেরণ করেননি। আমি প্রথম নিজে যাত্রী নিয়ে ওমরা হজে¦ যাচ্ছি। তিনি বর্তমানে যাত্রীর পরিমাণ কমার কারণ হিসাবে বলেন আগে ১ জন যাত্রীর জন্য ২০০ থেকে ২৫০ ডলার দিতে হতো বর্তমানে যাত্রী প্রতি সাড়ে ৮’শত ডলার দিতে হচ্ছে। তাতে যাত্রীর সংখ্যা কমে গেছে খরচের পরিমাণ কমিয়ে আনলে অনেক মানুষ তার মনের ইচ্ছা পূরণ করতে পারবে। যাত্রার পূর্বে যাত্রীদের নিয়ে অনুষ্ঠিত দোয়া পরিচালনা করেন খাজা এয়ার লাইনার স্বত্ত্বাধিকারী আলহাজ¦ মাওলানা খাজা মঈনউদ্দীন আহমদ জালালাবাদী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাজা এয়ার লাইনারের ম্যানেজার এইচ এম আশরাফ মাসুম, এক্সিকিউটিভ অফিসার মো রুবেল চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি