আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
ছাতক গোবিন্দগঞ্জ সড়কে সিএনজি চালিত অটোরিক্সা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২ ব্যক্তি নিহত ও ৩ জন হয়েছেন। গতকাল রবিবার দুপুরে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের ঝাওয়ারখাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার নোয়ারাই ইউনিয়নের মানিকপুর গ্রামের জালাল উদ্দিনের ৬ বছরের শিশু ছেলে আরিফুল ইসলাম ও ছৈলা আফজালাবাদ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে নাজিমুল হক (২২)। গুরুতর আহত ৩ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, দুপুরে ছাতক থেকে একটি নম্বরবিহীন সিএনজি চালিত অটোরিক্সা ৫ জন যাত্রী নিয়ে ছাতক থেকে সিলেটের দিকে রওয়ানা হয়। এ সময় অটোরিক্সাটি ঝাওয়ারখাড়া এলাকায় ছাতকগামী একটি ট্রাকের সাথে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিক্সাটি ধুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোরিক্সার ৫ জন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক শিশু আরিফুল ইসলাম (৬) ও নাজিমুল হক (২২) কে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। আহতরা উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আব্দুল গফুরের স্ত্রী কমলা বেগম (৪৫), জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও গ্রামের মৃত গিয়াস উদ্দিনের স্ত্রী সুফিয়া বেগম (৩৫) ও নোয়ারাই ইউনিয়নের মানিকপুর গ্রামের আব্দুল হাই এর স্ত্রী মিনারা বেগম (৩৮)কে চিকিৎসা দেওয়া হচ্ছে। থানার ওসি শেথ মো.নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক দ্রুত সটকে পড়ার পাশাপাশি অটোরিক্সা চালকও পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিক্সাটি জব্দ করলেও ট্রাক ও অটোরিক্সা চালককে আটকের চেষ্টা চলছে।