বিজয় হোক স্বাধীনতার

2

ইদি আমিন :

কবি তুমি কেমন আছো?
আমি ভালো নেই
আমি বড্ড অসুস্থ
কেউ আমার হৃদয়ের খবর রাখে না।
কি হয়েছে কবি! তুমি নির্ধিদ্বায় আমাকে বলো
আমি তোমার কবিতা
আমি তোমার সেই মধুমিতা।
মধূমিতা! মধুমিতা….. তুমি ?
কি আর বলি মধুমিতা
ডাকাতি হয়েছে মুক্তির চেতনা, জয়তু মিথ্যেবাদিতা
জ্বরের ধাক্কায় কাঁপছে সারাদেশ
সবি যেন এক পেশ।
হুমম সবি তো দেখছি
তোমাকে এতোটা দুর্বল দেখছি
ভাবছি
তোমার উপর কি পরিমাণ অন্যায় হয়েছে
তোমার বুকে কি অসহন ঝড় বইছে
যেন সব ভেঙ্গে পড়েছে!

তুমি ঘুমাও কবি……..
তোমার মাথায় বুলিয়ে দেই হাত
আহা কি জ্বর তোমার শরীরে
আহা কি অসহায় নিরীহ একি তুমি’রে
একদম চোখ বুজে ঘুমাও, ভাবো ভাবতে থাকো….
তুমি স্বাধীনতার বিজয়ের জন্য লাল-সবুজ পতাকা নিয়ে
তোমার মতো স্বপ্নিল, হৃদয়ে বাংলাদেশের ছবি আঁকো..
সাগর পাড়ে মুক্তবাতাসে
বিশাল নীল আকাশে
নিচ্ছ এক বুক শ্বাস
সাগরের ঢেউ কাঁপিয়ে দিচ্ছে
জয় জয় উচ্ছ্বাস।

ঘুম আসছে না মধুমিতা
তুমি শোনাবে একটি স্বাধীনতার কবিতা।

শোন আবৃত্তি করছি
বিজয় হোক স্বাধীনতার

বিজয় হোক স্বাধীনতার
বিজয় হোক মানবতার
বিজয় হোক মুক্তি যুদ্ধের চেতনার
বিজয় হোক মুক্তিকামি সব যাতনার
বিজয় হোক গণতন্ত্রের
বিজয় হোক মূলমন্ত্রের।