রুহুল আমিন রাকিব :
মুক্ত করে দিলাম তোরে
ওরে প্রাণের প্রিয়া
পরের ঘরে যারে চলে
লাল শাড়ী পরিয়া
ধরব না আর বায় না কভু
তুই আয় রে ফিরিয়া!!
তোর আকাশে সুখের ঘুড়ি
মুক্ত স্বাধিন ওড়ে
পেয়ে হারার যন্ত্রণাতে
হৃদয় আমার পোড়ে
এতো জ্বালা সহে না আর
তাই ত যাব মরে
কান্দে নারে কভু যেন
তোর ওই কঠিন হিয়া!!
অতীত স্মৃতি যায় না ভুলা
আমিও’তা জানি
স্বার্থ ছাড়া শোনায় না কেউ
মিথ্য সুখের বাণী
তোরে ভালোবেসে পেলাম
দু’চোখ ভরা পানি
রুহুল আমিন বলে যে তাই
বন্ধু নিঠুরিয়া!!