১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে সিলাম বাদশাহী টিলাস্থ হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ:) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪তলা ফাউন্ডেশনের একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর সোমবার সকালে এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা ক্ষেত্রে চলমান উন্নয়নের ধারাবাহিকতায় ও সিলেট-৩ আসনের প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রচেষ্টায় নির্মিতব্য এ ভবনের কাজের উদ্বোধনী অনুষ্ঠান হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ:) সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা প্রকৌশলী আফসার আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. লুৎফুর রহমান, সহকারী উপজেলা প্রকৌশলী এ জেড এম তানভীর, উপজেলা শিক্ষা কমিটির সদস্য ফজলুল করিম হেলাল, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও শহীদ বুদ্ধিজীবী ড. মুক্তাদির একাডেমির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক হাজী এম আহমদ আলী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রস্তাবিত সভাপতি বাবলী বেগম, শিক্ষিকা রেজভা খাতুন চৌধুরী, সালমা আক্তার, নুসরাত মাহবুব, শুভ্রা রানী দেশমুখ্য প্রমুখ। কাজের উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন- সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী। বিজ্ঞপ্তি