জ্ঞান আর দক্ষতার বিশেষ উপায় হলো প্রশিক্ষণ, আন্তরিকতা উদ্দীপনা নিয়ে উচ্চ মান সম্পন্ন প্রশিক্ষণের মাধ্যমে গ্রামের আইনশৃঙ্খলা রক্ষায়, উন্নয়ন কর্মকান্ডে ঝাঁপিয়ে পড়তে হবে। যাতে করে দেশের মানুষ আনসার-ভিডিপি’র দ্বারা উপকৃত হয়।
বুধবার (১৫ সেপ্টেম্বর) নগরীর আখালিয়াস্থ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ে সম্মেলন কক্ষে ২য় ধাপে ২১ দিন মেয়াদী ১৬০ জন অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ উপ-মহাপরিচালক মো: নূরুল হাসান ফরিদী উপরোক্ত কথা বলে।
আনসার গ্রাম ও প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলা কমান্ড্যান্ট ও প্রশিক্ষণ কোর্স অধিনায়ক এনামুল খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষণ কর্মকর্তা ফেঞ্চুগঞ্জ উপজেলা আনসার-ভিডিপি অফিসার মো: মাহমুদুল হক। সার্কেল অ্যাডজুট্যান্ট ও কোর্সের কোয়ার্টার মাষ্টার এ এস এম এনামুল হকে সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষনের সাথে জড়িত প্রশিক্ষকসহ কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থী বৃন্দ।
জেলার ১৩ উপজেলা থেকে বাচাইকৃত ১৬০ জন ভিডিপি সদস্য এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণের বিষয় রয়েছে পিটি, প্যারেড, ড্রিল, অস্ত্রচালনা, জঙ্গিবাদ, সন্ত্রাসদমন, মাদক প্রতিরোধ, ইভটিজিং, বাল্যবিবাহ রোধ, পরিবার পরিকল্পনা, শিক্ষা, স্বাস্থ্য, হাঁস-মুরগী ও পশু পালন, মৎস্য চাষ, পয়:প্রণালী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, সংগঠনের পরিচিতি সহ উন্নয়নমূলক ইত্যাদি বিষয় প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণে বিভাগীয় প্রশিক্ষক ছাড়াও ৮টি বিভাগের কর্মকর্তাগণ এ প্রশিক্ষণে অতিথি বক্তা হিসেবে ক্লাস নিবেন।
প্রধান অতিথি উপ-মহাপরিচালক মো: নূরুল হাসান ফরিদী বলেন, ভিডিপি প্রশিক্ষন গ্রহণে কর্মসংস্থানের মাধ্যমে নিজেদেরকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে ধাপে ধাপে এগিয়ে নেওয়ার আহবান জানান। তিনি সর্বশেষে ধর্মীয় অনুশাসন মেনে শৃঙ্খলা ও ধৈর্য সহকারে প্রশিক্ষন গ্রহণের নির্দেশ ও সুষ্ঠুভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি