আড়াই ঘণ্টা পর নগরীতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

3

স্টাফ রিপোর্টার :
কুমারগাঁও কেন্দ্রে ৩টি উপকেন্দ্রের ট্রান্সমিটারে গোলযোগ দেখা দেওয়ায় গতকাল বুধবার বিকেলে সিলেট নগরীর কয়েকটি এলাকা হঠাৎ করে বিদ্যুহীন হয়ে পড়ে। তবে ট্রান্সমিটারে মেরামত কাজ শেষে আড়াই ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। একদিকে তীব্র গরম, অন্যদিকে আড়াই ঘণ্টা ধরে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তি পোহাতে হয় নগরীর বিদ্যুতহীন এলাকার বাসিন্দাদের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুমারগাঁও কেন্দ্রে ৩টি উপকেন্দ্রের ট্রান্সমিটারে বুধবার বিকলে সাড়ে ৪টার দিকে হঠাৎ গোলযোগ দেখা দেয়। এসময় নগরীর আম্বরখানা, জিন্দাবাজার, টিলাগড় ও শাহজালাল উপশহরসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চলে যায়। ট্রান্সমিটারে মেরামত কাজ শেষে পরে সন্ধ্যা ৭টার দিকে সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে বিদ্যুৎ বিভাগ।