“চারা রোপণ করুন, বৃক্ষে পরিণত করুন” শ্লোগানকে সামনে রেখে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে আশেকানে রাসূলের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনি সংগঠন দা’ওয়াতে ইসলামী বাংলাদেশ এর সমাজ কল্যাণ বিভাগ (এফজিআরএফ)। সারা বাংলাদেশের ন্যায় ২৭ আগষ্ট শুক্রবার বাদ জুম্মা সিলেট মহানগর ২৭ নং ওয়ার্ড আলমপুরে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা, দোয়া ও চারা রোপন এর মাধ্যমে শুরু হয় কর্মসূচি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ আজম খান, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপি, সিলেট রেঞ্জ উপ-সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মুহাম্মদ জামাল আত্তারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ সাব ইন্সপেক্টর মুহাম্মদ শহিদুর রহমান সোহেল, সিলেট মহানগর আওয়ামীলীগ ২৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মুহাম্মদ ছয়েফ খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা কৃষকলীগ নেতা মুহাম্মদ শামীম, মহানগর ছাত্রলীগ নেতা মুহাম্মদ জাকিরুল ইসলাম জাকির। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি