ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর উদ্যোগে খাবার বিতরণ

6

ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর উদ্যোগে সিলেট নগরীতে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। (২ আগষ্ট) সোমবার দুপুরে সিলেটের বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের মাঝে ৩০০ প্যাকেট খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণ কালে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর সিলেট প্রতিনিধি মো. আলাউদ্দিন পাশা বলেন, সমাজের বিক্তবানদের উচিত ছিন্নমূল মানুষের পাশে দাড়ানো। করোনায় আক্রান্ত বিশ্বের এ কঠিন সময়ে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর এখনই তো সময়। দেশব্যাপী চলমান এ স্থবিরতায় কর্মহীন হয়ে পড়া মানুষগুলো হঠাৎ কেমন অসহায় হয়ে পড়েছে। কিছু মানুষের অবস্থা এমন যে, করোনার চেয়ে ক্ষুধার ভয় এদের বেশি। ক্ষুধার্ত অবস্থায় হাহাকার করা মানুষগুলো যেন না খেয়ে মারা যায় যায় অবস্থা। এই মানুষের সংখ্যা যত, তার চেয়ে স্বচ্ছল মানুষের সংখ্যাও কম নয়। আমরা সবাই মিলে যদি সত্যিকার অর্থেই চাই, তাহলে এই জনগোষ্ঠীকে আজকের এই বিপদ থেকে বাঁচানো সম্ভব। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এ কার্যক্রম অব্যাহত রাখতে সমাজের বিক্তবানরা এগিয়ে আসা উচিত। সংগঠনের সহযোগীতায় কাজ করে যাচ্ছে দাদা হোম কেয়ার, ফজলুল হাসান ফাউন্ডেশন (ইউএস), মুরাদ খান (ইউএস), নওশদ সাখাওয়াত ফাউন্ডেশন (ইউএস)।
এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী শামিম আহমদ, শাকিল আহমদ, সালাউদ্দিন, জফর আলী প্রমুখ। বিজ্ঞপ্তি