জগন্নাথপুরে আশংকাজনক হারে বেড়েই চলছে করোনা রোগীর সংখ্যা, নতুন আক্রান্ত আরো ১৬

7

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে আশঙ্কাজনক হারে বেড়ে চলছে করোনা রোগীর সংখ্যা। এতে সচেতন জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়লেও অধিকাংশ মানুষ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানতে চায় না। তারা মরতে রাজি তবুও নুন্যতম মাস্ক মুখে পড়ে না। অথচ সবার পকেটে থাকে মাস্ক। প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী দেখলেই দ্রুত পকেটের মাস্ক চলে আসে মুখে। প্রশাসনের সামনে মাস্ক পড়ে ভাল মানুষের মতো পার পেয়ে যায়। প্রশাসন চলে গেলে আবার যেই লাউ সেই কদু। সেই সাথে কিছু দোকানপাটের মালিকরাও এমন নাটক করছে। প্রশাসন দেখলে দোকান বন্ধ হয়ে যায়। প্রশাসন চলে গেলে ফের খোলে বসে দোকানপাট। এর মধ্যে লোকচুরি করে চলছে যানবাহন। লকডাউনে প্রতিনিয়ত এমন অবস্থা বিরাজ করছে। যে কারণে দিনে দিনে বেড়েই চলছে করোনা রোগীর সংখ্যা। ক্রমান্বয়ে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠছে। যদিও পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, সেনাবাহিনী সহ আইন-শৃঙ্খলা বাহিনী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসকগণ সহ বিভিন্ন সামাজিক সংগঠন কাজ করছে। তাতেও হচ্ছে না অবস্থার উন্নতি।
এর মধ্যে ২৯ জুলাই বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অঞ্চলের নতুন করে আরো ১৬ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে জগন্নাথপুর পৌর এলাকার ৭ জন, রাণীগঞ্জ ইউনিয়নের ২ জন, পাটলি ইউনিয়নের ১ জন, কলকলিয়া ইউনিয়নের ১ জন, আশারকান্দি ইউনিয়নের ১ জন, পাইলগাঁও ইউনিয়নের ১ জন, ছাতক উপজেলার ২ জন ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১ জন।
এ নিয়ে জগন্নাথপুরে করোনায় মোট আক্রান্ত হলেন ৪২৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৫৫ জন। হোম আইসোলেশনে আছেন ৬১ জন ও হাসপাতাল আইসোলেশনে আছেন ৪ জন। মোট আক্রান্তের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর তা নিশ্চিত করেছেন।