সিলেট জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভায় ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত

7

সিলেট জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির উদ্যোগে জুডিসিয়াল, নন জুডিসিয়াল স্ট্যাম্প বিক্রয় কমিশনের উপর শতকরা ১৫ ভাগ কর ও শতকরা ১০-১২ ভাগ উৎসে করারোপ বন্ধের দাবিতে চলমান ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ও করোনা পরিস্থিতি, পবিত্র ঈদুল আযহা, গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে চলমান ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মঙ্গলবার (১৩ জুলাই ২০২১) দুপুরে সমিতির তালতলাস্থ অস্থায়ী কার্যালয়ে এক সাধারন সভায় সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিলেট জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি হাজী আব্দুল খালিকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাজী আশরাফ উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির সহ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক কাজী এ কে এম শামছুদ্দিন, অর্থ সম্পাদক সত্যেন্দ্র কুমার চন্দ, সহ সাংগঠনিক সম্পাদক হাসান মঈন উদ্দীন আহমদ, সদস্য আফম রেজাউল কবীর, নির্বাহী সদস্য মহি উদ্দিন সাহান ও মিজানুর রহমান বেলাল প্রমুখ। বিজ্ঞপ্তি