গোয়াইনঘাটের ৯টি বাজারে বিক্রি হবে টিসিবির পণ্য

13

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
চলমান করোনা পরিস্থিতিতে সাশ্রয়ী মূল্যে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন বাজারে তিনটি পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
গোয়াইনঘাট উপজেলার বাজার স্থিতিশীল রাখতে ভর্তুকি মূল্যে টিসিবির বিভিন্ন পণ্য বিক্রি শুরু হয়েছে। চলবে ঈদুল আযহা পর্যন্ত চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৫৫ টাকা ও দুই লিটার সয়াবিন তেল ২১০ টাকা হারে গোয়াইনঘাটের ৯টি বড় বাজারে ট্রাক সেলের মাধ্যমে এ সকল পণ্য পাওয়া যাবে।
টিসিবি কর্তৃক ন্যায্য মূল্যে গোয়াইনঘাট উপজেলাধীন বিভিন্ন বাজারে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানসহ উল্লেখিত সময়সূচি অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রয় কার্যক্রম পরিচালনা করবে। নির্ধারিত তারিখ ও সময়ে টিসিবি কর্তৃক মালামাল বিক্রিয় মনিটরিং করবেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ট্যাগ অফিসারগণ)ও উপজেলা সুপারভিশন কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম নূর হোসেন নির্ঝর।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান বলেন, পূর্বে শুধুমাত্র গোয়াইনঘাট বাজারে এ পণ্য পাওয়া গেলেও এ বছর সকল এলাকার মানুষের সুবিধার্থে বাজারগুলোতে টিসিবি পণ্য বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে।