জগন্নাথপুরে করোনার অবস্থা ভয়াবহ, একদিনে আক্রান্ত ৩৪

6

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে করোনার ভয়াবহ অবস্থা বিরাজ করছে। দিনে দিনে বেড়েই চলছে করোনা রোগীর সংখ্যা। এতে জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এর মধ্যে এক দিনে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। গত ১০ জুলাই শনিবার রাতে উপজেলার বিভিন্ন অঞ্চলের ৩৪ জন আক্রান্ত হন। তাদের মধ্যে জগন্নাথপুর পৌরসভার বাসিন্দা বেশি। আক্রান্তরা হলেন, জগন্নাথপুর পৌর এলাকার ২০ জন, রাণীগঞ্জ ইউনিয়নের ২ জন, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ২ জন, আশারকান্দি ইউনিয়নের ৩ জন, কলকলিয়া ইউনিয়নের ২ জন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ২ জন, পাটলি ইউনিয়নের ১ জন ও বিশ্বনাথ উপজেলার ১ জন। এ নিয়ে জগন্নাথপুরে করোনায় মোট আক্রান্ত হলেন ৩১৪ জন। মধ্যে সুস্থ হয়েছেন ২৪৭ জন। হোম আইসোলেশনে আছেন ৬২ জন ও হাসপাতাল আইসোলেশনে আছেন ৩ জন। মোট আক্রান্তের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর তা নিশ্চিত করেছেন।