শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় সিলেট জেলা তথ্য অফিস জুন ২০২১ মাসে করোনা ভাইরান সংক্রমণরোধে সরকারী জরুরী নির্দেশনামূলক বার্তা সিটি কর্পোরেশন এলাকাসহ সহ সকল উপজেলায় সড়ক প্রচার করে। তাছাড়া প্রকল্প উপজেলা বিশ্বনাথে উঠান বৈঠক ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা বাস্তবায়ন করা হয়। উক্ত অনুষ্ঠান সমূহে করোনাভাইরাস প্রতিরোধ, ১০টি জীবন তথ্য, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচী সমূহ, এবং মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহ প্রতিরোধ ইত্যাদি বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়। প্রচারণামূলক এসব অনুষ্ঠানে সর্বস্তরের জনতার অংশগ্রহণ ছিল লক্ষণীয়। বিজ্ঞপ্তি