কাজিরবাজার ডেস্ক :
করোনা পরিস্থিতিতে গেলো বছর সৌদি আরবের বাইরে থেকে কাউকে হজ্ব পালনের অনুমতি দেওয়া হয়নি। এ বছর হজ্বের আর দুই মাসের মতো বাকি। তবে এখনও হজ্ব নিয়ে কোনও সুনির্দিষ্ট ঘোষণা দেয়নি সৌদি কর্তৃপক্ষ। বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকে অংশগ্রহণের বিষয়টি নিয়ে কোনও তথ্য জানায়নি দেশটি। হজ্ব সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের প্রস্তুতি থাকলেও সৌদি সরকারের নির্দেশনা না পাওয়ায় বাংলাদেশ থেকে হজ্বে অংশগ্রহণের বিষয়টি অনিশ্চিত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গেলো বছর সৌদি আরবে অবস্থানরত সীমিত সংখ্যক মানুষ হজ্বে অংশগ্রহণের সুযোগ পান। সম্প্রতি সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বোচ্চ ৬০ হাজার মানুষের অংশগ্রহণে হজ্ব আয়োজনের জন্য দেশটির হজ্ব ও ওমরা মন্ত্রণালয়ে সুপারিশ করে। সুপারিশে বলা হয়, ৬০ হাজারের মধ্যে ১৫ হাজার সৌদি নাগরিক ও বিভিন্ন দেশে থেকে ৪৫ হাজার বিদেশি মুসল্লি হজ্বে অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীদের অবশ্যই করোনার টিকার দুই ডোজ নেওয়া থাকতে হবে। টিকার প্রথম ডোজ ঈদুল ফিতরের আগে যারা নিয়েছেন তারা সুযোগ পাবেন। হজ্বযাত্রীদের বয়স ১৮-৬০ বছরে মধ্যে হতে হবে।
এবারও সীমিত পরিসরে হজ্বের পরিকল্পনা সৌদি আরবের
এছাড়া স্বাস্থ্যবিধিসহ বিভিন্ন বিষয়ে কঠোর নির্দেশনা পালনের সুপারিশ করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে হজ্ব নিয়ে এখন পর্যন্ত কোনও ঘোষণা দেয়নি সৌদির হজ্ব ও ওমরা মন্ত্রণালয়।
এ প্রসঙ্গে হজ্ব এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর প্রেসিডেন্ট শাহাদাত হোসেন তসলিম বলেন, সৌদি আরব থেকে এখনও কোনও নির্দেশনা আমরা পাইনি। তাদের নির্দেশনার ওপর নির্ভর করছে এবার কী হবে। ফলে এখনও নিশ্চয়তা নেই বাংলাদেশ থেকে হজ্বে অংশগ্রহণের।
এদিকে সৌদি সরকারের ঘোষণা না থাকলেও প্রস্তুতি নিয়ে রেখেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশের নিবন্ধিত হজ্বযাত্রীদের করোনার ভ্যাকসিন দিতে বলা হয়েছে মার্চ মাসেই। ১৫ মার্চ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ্ব নিয়ে একটি বৈঠক করে। বাংলাদেশে প্রায় ৬১ হাজার জন হজ্ব পালনের জন্য টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করেন। সৌদি আরব যেহেতু ভ্যাকসিন গ্রহণকারীদের হজ্বে অংশ নিতে দেবে, এই ঘোষণার ভিত্তিতে প্রস্তুতির অংশ হিসেবে ২০২০ সালে হজ্বে যাওয়ার জন্য যারা নিবন্ধন করেছেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দিয়ে হজ্বের জন্য প্রস্তুত করা হয়। বাংলাদেশ ৪০ বছরের নিচে করোনার ভ্যাকসিন দেওয়ার সুযোগ না থাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় ১৮ বছরের ওপর ও ৪০ বছরের নিচে নিবন্ধিত হজ্বযাত্রীদের ভ্যাকসিন দেওয়ার জন্য।
ভ্যাকসিন ছাড়া হজ্বে যাওয়া যাবে না, অনিশ্চয়তার মাঝেই প্রস্তুতি
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ্ব) মু. আ. হামিদ জমাদ্দার বলেন, আমরা সৌদি সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছি। তারা আদৌ সৌদির বাইরে হাজিদের অনুমতি দেবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। তবে আমাদের মোটামুটি প্রস্তুতি আছে। নিবন্ধিত হজ্বযাত্রীদের ভ্যাকসিন নিতে বলা হয়েছে। ফলে সৌদি কর্তৃপক্ষ কঠিন শর্ত আরোপ না করে অনুমতি দিলে, বাংলাদেশি হজ্বযাত্রীরা যেতে পারবেন। তবে এখনও কোনও কিছু নিশ্চিত নয় বলে জানান তিনি।