গত ১৯ মে নগরীর সাগরদীঘিরপার সুরমা আবাসিক এলাকার ২৩নং সৈয়দপুর হাউসে ঢাকার স্বঘোষিত কথিত বাউল শিল্পী সাবানা আজমির ঢাকা দামড়াই এলাকার এক নারীলিপন্সুক বখাটে বাবুল কর্তৃক ধর্ষিতা হওয়ায় এবং এই বিষয়ে বিভিন্ন অনলাইন পত্রিকায় বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হওয়ায় ও হযরত শাহজালাল (রহ.) মাজারের পবিত্রতা নষ্ট করায় ও সিলেট বিভাগের বাউল গান নিয়ে বিরূপ মন্তব্য করার প্রতিবাদে এবং এই ধর্ষণ মামলার প্রসাশন কর্তৃক মূল বিষয় উদঘাটনের লক্ষ্যে সিলেট বিভাগের সকল সংগীত অনুরাগীদেরকে নিয়ে ২৪ মে সোমবার বিকালে বাউল কল্যাণ সমিতি, সিলেট বিভাগের উদ্যোগে তালতলাস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাউল কল্যাণ সমিতি, সিলেট বিভাগের সভাপতি মোঃ কামাল উদ্দিন রাসেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাউল সূর্য লাল দাসের পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ ফারুক মিয়া।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আন্তর্জাতিক গীতিকবি সাংস্কৃতিক পরিষদের ইউকের সহ সভাপতি নূরুল ইসলাম, বিশিষ্ট সংগীত অনুরাগী মুক্তার আহমদ বকুল, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক তাজ উদ্দিন এপলু, বাংলাদেশ বাউল সমিতি কেন্দ্রীয় কমিটি সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফিরুজ আহমদ, দুর্নীতি প্রতিরোধ মঞ্চ সিলেটের সভাপতি আফতাব উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক আতাউর রহমান, শাহ বুরহান উদ্দিন বান্ডারী, বাউল কল্যাণ সমিতি, সিলেট বিভাগের সহ-সভাপতি এম মুজিবুর রহমান, সিলেট বিভাগীয় গীতিকবি সংসদ এর সহ সাধারণ কামরুল ইসলাম চৌধুরী।
উপস্থিত ছিলেন বাউল কল্যাণ সমিতি, সিলেট বিভাগের সিনিয়র সহ-সভাপতি বিরহী বাউল লাল মিয়া, গীতিকার কুমদা কর, সমিতির সাংগঠনিক সম্পাদক জিএস বসর, প্রচার সম্পাদক গীতিকবি এম তছির আলী, সহ দপ্তর সম্পাদক আব্দুল হাসিম, সমাজ কল্যাণ ও পরিবেশ বিষয়ক সাবুল আহমদ, হিউম্যান এইড আর সিলেটের প্রতিষ্ঠাতা কাজী জসিম উদ্দিন, ড্রীম সোসাইটি সভাপতি এম ডি শামীম খান, সুহিন আহমদ, ব্যবসায়ী আব্দুল মতিন, সমাজকর্মী জয়নাল আবোদ্বীন প্রমুখ। বিজ্ঞপ্তি