মরার গরম

38

আশিক রাসেল :

ঘরের মইধ্যে যায় না থাহা
গেলাম ঘরের বাইরে,
যাইয়া দেহি ওহানটাতেও
কোন আরাম নাই রে!

আবার ঘরের মইধ্যে আইয়া
বিচুন হাতে লইয়া
বড় ঘরের খাডের উফর
গেলাম আমি বইয়া।

খালি শইলে বইয়া থাহি
বিচুন হাঁকাই জুড়সে
একটি মেয়ে হাসে শুধু
কাছেই, নহে দূর সে।

সবার মুহে একই কতা
মরার গরম পড়ছে,
গরম গরম হাওয়া খাইয়া
শীতের খালা মরছে।

শেরপুরের আঞ্চলিক ভাষায়