জগন্নাথপুরে সরকারি জমিতে ধান কর্তন

12

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে সরকারি জমিতে রোপনকৃত পাকা ধান কর্তন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার বুদরপুর গ্রামের হাওরে।
জানা গেছে, বুদরপুর গ্রামের হাওরে ২ একর ৬২ শতক সরকারি জমির বন্দোবস্ত মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছে। এতে সরকার পক্ষে রয়েছেন আক্কাছ মিয়া ও অন্য দিকে রয়েছেন শফিকুল ইসলাম গং। এর মধ্যে প্রতিপক্ষ শফিকুল ইসলাম গং উক্ত বিরোধীয় জমি চাষাবাদ করেন। কিছু দিন আগে উক্ত জমিটি দখলে নিতে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাল নিশানা টানানো হয়। তবে জমির পাকা ধান কর্তনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দায়িত্ব দেয়া হয় স্থানীয় ইউপি সদস্য সাহান আহমদ ও মিলাদ আহমদকে। অবশেষে ৫ মে বুধবার জমির ধান কর্তন ও মাড়াই করা হয়েছে।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, এটি সরকারি ভিপি সম্পত্তি। এ জমি নিয়ে সরকার ও অন্য পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমা চলছে। যে পক্ষ রায় পাবে তাকে বুঝিয়ে দেয়া হবে। আপাতত জমির ধান বিক্রি করে টাকা প্রশাসনের কাছে জমা থাকবে।