লেখাপড়া

6

মাহতাব উদ্দিন :

হচ্ছে না আর লেখাপড়া আগের মতো,
ভাসছে বাণী রোজ বাতাসে রাগের যতো!
বাড়িরকাজে নেই যে তাড়া স্যার-ম্যাডামের,
একই দশা শহর কিংবা গাঁও-গেরামের।
যাচ্ছি ভুলে ভক্তি করার নিয়ম-নীতি,
পাচ্ছি না আর আগের মতো সোহাগ-প্রীতি।
শুনছি না আর গুণীজনের মর্মকথা,
দেশবিদেশে যাচ্ছে বেড়ে বর্বরতা।