শাবলু শাহাবউদ্দিন :
এলো রে এলোরে এলো মাহে রমজান
ধনী গরিব সবাই যে পাবে সমান হারে সম্মান
সেহরী করিবে যে ভোরে, রাখবে সবাই সবার মান
এলো রে মাহে রমজান, এলোরে মাহে রমজান।
এক কাতারে নামাজ পড়িবে
দান করিবে ইফতারি সবাই সবার তরে
মাহে রমজানের শিক্ষা, সবাই পাবে দ্বীনের দীক্ষা
সবাই করিবে একসাথে আল্লাহ্ ইবাদত
দ্বীনের তরে সবারি থাকবে সমান খেদমত।
এলোরে এলোরে এলো মাহে রমজান
আত্মা শুদ্ধিকরণের শেষ অভিধান
ইবাদত করিয়ে ভাঙব সবাই সবার অভিমান
এলোরে এলো মাহে রমজান ।