ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় শতাধিক পরিবারের ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ের কবলে এলাকার অধিকাংশ কাঁচা বাসতঘর বিনষ্ট হয়েছে। কিছু কিছু এলাকার বিদ্যুৎ ব্যবস্থাও বিঘ্নিত হয়েছে। এখনো বিভিন্ন এলাকা রয়েছে বিদ্যুৎহীন। ঝড়ের কবলে পড়ে ভেঙ্গে গেছে অসংখ্য ছোট-বড় বিভিন্ন প্রজাতির গাছ। শনিবার শেষ রাতে উপজেলার ভাতগাঁও, ছৈলা আফজলাবাদ, দোলারবাজার কালারুকা ও জাউয়াবাজর ইউনিয়নসহ অনান্য ইউপির বিভিন্ন গ্রামের ঝড়ে ব্যাপক ক্ষতি হয়। মুক্তিরগাঁও গ্রামের একাধিক ব্যক্তি জানান, ঝড়ের কবলে পরে তাদের এলাকার একটি হাইস্কুলসহ প্রচুর কাঁচা বসত ঘরের চালা, বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে পড়েছে। ছাতক বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আলাউদ্দিন জানন, জাউয়াবাজার ইউনিয়নের খাইড়গাঁও এলাকায় ঝড়ে ১৩২ কেভি লাইনসহ বেশ কয়েকটি বিদুৎ লাইন ছিড়ে পড়ে যায়। ফলে এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ধারণবাজার, জালালপুর, জান্দেরটুপি, গোলচন্দসহ ২০টি এলাকায় বিদ্যুতের তারের উপর গাছ ভেঙ্গে পড়ে সংযোগ বিচ্ছিন্ন আছে, রবিবার সকাল থেকেই ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইনের মেরামত কাজ চলছে।