কাজিরবাজার ডেস্ক :
সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে সিলেট নগরীর সড়কগুলো দখল করে নিয়েছে রিকশা, সিএনজিচালিত অটোরিক্সা। সকাল ৬টা হতে আগামী সাতদিন চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করলেও সীমিত পরিসরে খোলা রয়েছে সরকারি-বেসরকারি অফিস। আর এসকল অফিসে কর্মরতদের পরিবহন সুবিধা দিতে সড়কজুড়ে ভিড় জমাচ্ছে রিক্সা, সিএনজিচালিত অটোরিক্সার মতো যান।
সোমবার (৫ এপ্রিল) নগরীর আম্বরখানা, চৌহাট্টা, রিকাবিবাজার, জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট, উপশহর, টিলাগড়, শিবগঞ্জ, নাইওরপুল, মেডিকেল, মদিনা মার্কেট, পাঠানটুলাসহ একাধিক এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলীতে গিয়ে জানা যায়, সকাল থেকে সিলেট বাইরে কোনো বাস ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে বিভিন্ন পরিবহনের কাউন্টারগুলো। তবে কদমতলী এলাকায় সিএনজিচালিত অটোরিক্সার ভিড় লক্ষ করা গেছে।
এদিকে যাত্রী বহনে রিক্সা, সিএনজিচালিত অটোরিক্সা চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলেও অভিযোগ উঠেছে।
তাদের অভিযোগ, দেশে সাত দিনের লকডাউন দিলেও আমাদের অফিস তো খোলা। আর অফিসেতো যেতেই হবে। এদিকে আজ হঠাৎ করেই রিক্সা চালকরা কয়েকগুণ বেশি ভাড়া চাচ্ছেন। বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিয়ে হলেও গন্তব্যে সময় মতো পৌঁছাতে হবে।