পেশাদার সাংবাদিক সৃষ্টি ও সাংবাদিকতায় পেশাদারিত্ব উন্নয়নের লক্ষ্য নিয়ে শনিবার দৈনিক জৈন্তা বার্তার প্রতিনিধি সম্মেলন ও সাংবাদিকতা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সকালে দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিনিধিদের হাতে সার্টিফিকেট তুলে দেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি অব পুলিশ গিয়াস উদ্দিন আহম্মেদ।
সকালে কর্মসূচির উদ্বোধন করেন মনসুর শিক্ষা ও জনকল্যাণ ট্রাস্টর চেয়ারম্যান সৈয়দ আহমদ মনসুর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী। কর্মশালায় বিভিন্ন পর্বে উপস্থিত সাংবাদিকদের প্রশিক্ষণ দেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুবুর রহমান রিপন, চ্যানেল ২৪ এর সিলেট ব্যুরো প্রধান গোলজার আহমদ। এ সময় আরও বক্তব্য রাখেন সিলকম অটো মোবাইলস এর প্রোপ্রাইটার মো: নূরুজ্জামান, দৈনিক জৈন্তা বার্তা’র বিশেষ প্রতিনিধি শাহেদ আহমদ, বার্তা সম্পাদক দেবব্রত দীপন, সাব এডিটর লুৎফুর রহমান, সাহিত্য সম্পাদক মিহির মোহন, শিশু সাহিত্য বিষয়ক সম্পাদক ইমন শাহ ও ক্রীড়া প্রতিবেদক মান্না চৌধুরী।
দৈনিক জৈন্তা বার্তা’র সম্পাদক ও প্রকাশক ফারুক আহমদের সভাপতিত্বে ও সহযোগী সম্পাদক কাসমির রেজা’র পরিচালনায় সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জে কর্মরত পুলিশ সুপার জেদান আল মুসা ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী।
উপস্থিত প্রতিনিধিরা জানান তারা এই কর্মশালা থেকে অনেক নতুন বিষয় শিখেছেন, যা তাদের কর্মজীবনে অনেক কাজে লাগবে। এ সময় তাদের চোখে মুখে ছিল তৃপ্তির ছাপ।
উপস্থিত প্রতিনিধিদের মধ্যে ছিলেন, সুনামগঞ্জ প্রতিনিধি মনোয়ার চৌধুরী, স্টাফ রিপোর্টার মোহাম্মদ আফজল, আশরাফ আহমদ, শাবি প্রতিনিধি নাজমুল হুদা, গোয়াইনঘাট প্রতিনিধি নজরুল ইসলাম, হেলাল আহমদ বাদশা, তাহিরপুর প্রতিনিধি আহমদ কবির, জামালগঞ্জ প্রতিনিধি মহসিন কবির, বিশ্বম্বরপুর প্রতিনিধি বদরুল ইসলাম মহসিন, কোম্পানিগঞ্জ প্রতিনিধি সোহেল রানা, ফটোগ্রাফার আখলিছ আলী, জৈন্তাপুর প্রতিনিধি মাহবুবুর রহমান সবুজ, দক্ষিণ সুনাগঞ্জ প্রতিনিধি নাহিদ আহমদ, ওসমানী নগর প্রতিনিধি জুবেল আহমদ, বিয়ানীবাজার প্রতিনিধি সাকের আহমদ, ছাতক প্রতিনিধি জুনেদ আহমদ, মোশারফ হোসেন, দিরাই প্রতিনিধি রোম্মান আহমদ, বিশ্বম্ভপুর প্রতিনিধি মিজানুর রহমান, গোলাপগঞ্জ প্রতিনিধি ওলিউর রহমান, জুড়ি প্রতিনিধি জহিরুল ইসলাম সরকার, জকিগঞ্জ প্রতিনিধি হানিফ উদ্দিন সুমন ও সদর উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন জয় প্রমুখ। বিজ্ঞপ্তি