সাহেব মাহমুদ :
একুশ এসে কড়া নাড়ে
বিশ্ববিবেক দ্বারে,
একুশ আসে চেতনা আর
অনেক অহংকারে।
একুশ আমার মন-মননে
আলোর প্রদীপ জ্বলা,
একুশ আনে গর্বের সাথে
মায়ের ভাষা বলা।
একুশের হাত ধরে এলো
স্বাধীনতা দেশে
কেটে গেলো যত জ্বালা
লাল-সবুজে হেসে।
একুশ আসে প্রতি বছর
ঘুম ভাঙ্গানি গানে,
নতুন আশা সঞ্চার করে
প্রতি প্রাণে- প্রাণে।
একুশের এই অবগাহন
থাকবে চিরদিনি,
ভাষা-শহীদ যারা আছেন
তাদের কাছে ঋণী।