রাশেদ বিন শফিক :
এই শীতে যে টোকাই ছেলে
ঘুমায় পথের ধারে,
জীর্ণ হওয়া একটা জামা
দাও মানুষ আজ তারে।
বস্ত্রহীনে এই শীতেতে
কাঁপছে যারা রোজ,
একটা কম্বল কাঁথা দানে
নাও যে তাদের খুঁজ।
আমরা মানুষ ওরাও তাই
তফাৎ শুধু বিত্তে,
ওদের জন্য মমতা তাই
লালন করি চিত্তে।