সোমা মুৎসুদ্দী
পাহাড়টাকে খুঁজতে এসে,
পেলাম নদীর দেখা।
বললো নদী তোমায় তুমি,
ভেবোনা কভু একা।
আমরা আছি তোমার সাথে,
তোমার চলার পথে।
তোমার সকল ভালো লাগায়,
তোমার চিন্তা মতে।
এমন সময় ফুল পাখিরা,
ডাকলো এদিকে এসো।
পাহাড়টা আর নদীর মতো,
মোদেরও ভালোবেসো।
এমন সময় প্রজাপতি,
রঙিন ডানা মেলে।
বললো আমি উড়বো শুধু,
তোমায় বন্ধু পেলে।
সবাইকে আজ কাছে পেয়ে,
লাগছে ভিষণ ভালো।
এমন সময় সূর্যটাও,
দেয় ছড়িয়ে আলো।