করোনার উৎস অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চীনের বাধা

2

কাজিরবাজার ডেস্ক :
করোনা ভাইরাসের উৎস অনুসন্ধানের জন্য চীন সরকার দেশটিতে প্রবেশে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার( ৬ জানুয়ারি) দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে জানা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ দলকে চীনে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। দলটি করোনা ভাইরাসের উৎস অনুসন্ধানের জন্যই চীনে যেতে চেয়েছিলেন।
এ ঘটনায় ডব্লিউএইচও’র প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস খুবই হতাশ হয়েছেন বলে জানান। একই সঙ্গে দলটিকে চীনে ঢোকার অনুমতি দেওয়ার জন্যও আহ্বান জানান তিনি।
চীন কর্তৃপক্ষ বলছে, বিশেষজ্ঞ দলের সদস্যদের ভিসা এখন পর্যন্ত অনুমোদন পায়নি। তাই দলটি চীনে আসতে পারছে না।
ডব্লিউএইচওর প্রধান জানান, বিশেষজ্ঞ দলটির দু’জন সদস্য এরইমধ্যে তাদের যাত্রা শুরু করেছেন। বাকিরা শেষ মুহূর্তে যেতে পারছেন না। তবে তিনি চীনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন।
বিশেষজ্ঞ দলটি ভাইরাসটির উৎপত্তি কীভাবে হল, কীভাবে মানুষের মধ্যে ছড়াল এগুলো জানতে উহানে যেতে চাচ্ছেন। এছাড়া তারা এসব তথ্য নিয়ে ভবিষ্যতে কীভাবে সংক্রমণের ঝুঁকি কমানো যায় এর উপায় বের করবেন।
ডিসেম্বরের মাঝামাঝি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ২০২১ সালে করোনার উৎস তদন্তের জন্য চীনের উহান শহরে যাবে ১০ জন আন্তর্জাতিক বিজ্ঞানীর একটি দল। তখন এ উদ্যোগকে বেইজিং স্বাগত জানালেও এখন বিশেষজ্ঞ দলটিকে দেশে ঢোকার অনুমতি দিচ্ছে না।
বিভিন্ন দেশের বিজ্ঞানীদের সমন্বয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলটি গঠন করা হয়েছে। বেশ কয়েক মাস ধরে তাদের উহানে পাঠাতে চেষ্টা চালাচ্ছিল ডব্লিউএইচও।
চীনের উহানে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর সারা বিশ্বে ক্রমেই এই মহামারি ছড়িয়ে পড়ে।