বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর প্রধান উপদেষ্ঠা মোঃ ফখরুল ইসলাম বলেছেন, শ্রমিকরা সমাজের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী। তাদের জীবন যাত্রা সব সময় কঠিন। আর শীতে তো তাদের কষ্টের সীমা থাকেনা। আর্ত মানবতার কল্যাণে সাড়া দিয়ে অবহেলিত দরিদ্র শ্রমিক জনগোষ্ঠীর শীত নিবারণের জন্য বিত্তবানদের এগিয়ে আসা উচিত। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দরিদ্র শ্রমিকদের জীবন মান কিছুটা হলেও উন্নত করা সম্ভব।
তিনি গতকাল নগরীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর শাখার উদ্যোগে শীতার্ত দরিদ্র শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ফেডারেশনের সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট ইয়াসীন খাঁনের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর অফিস প্রচার ও প্রকাশনা সম্পাদক বদরুজ্জামান ফয়সাল, ট্রেড ইউনিয়ন সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, শ্রমিক নেতা আব্দুল বাছিত বাছন, শওকত হোসেন জিম্মাদার ও আবুবকর প্রমুখ। বিজ্ঞপ্তি