স্টাফ রিপোর্টার :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জেনিটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়ো টেকনোলোজি বিভাগে স্থাপিত পিসিআর ল্যাবে ১২টি নমুনা পজিটিভ এসেছে। বুধবার সন্ধ্যায় এক বার্তায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ল্যাবটির ইন-চার্জ মো. নাজমুল হাসান।
বার্তার মাধ্যমে জানানো হয়, শাবিপ্রবির এই ল্যাব কর্তৃপক্ষ বুধবার সুনামগঞ্জের ১৫ টি, সিলেটের ৬৯ টি, হবিগঞ্জের ১৫ টি ও মৌলভীবাজারের ১৬ টি নমুনাসহ মোট ১১৫ টি নমুনা গ্রহণ করে এবং সর্বমোট ৯৪ টি নমুনা পরীক্ষা করে।
এতে আরও বলা হয়, এদিন জেনিটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়ো টেকনোলোজি বিভাগে স্থাপিত পিসিআর ল্যাবে ১২টি নমুনা পজিটিভ আসে। যাদের মধ্যে সিলেটের সর্বাধিক ৯ জন বাসিন্দা রয়েছেন। এছাড়া একজন হবিগঞ্জের ও ২ জন মৌলভীবাজারের বাসিন্দা।