স্টাফ রিপোর্টার :
পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের অভিযোগে দক্ষিণ সুরমার মেসার্স আজমল ব্রিক ফিল্ডকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত রবিবার বিকেলে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও জাতীয় পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
র্যাব জানায়, রবিবার বিকেলে র্যাব ৯-এর মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন ও জাতীয় পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মোহাম্মদ ইমরান হোসাইনের নেতৃত্বে দক্ষিণ সুরমার মেসার্স আজমল ব্রিক ফিল্ডে অভিযান পরিচালনা করা হয়। র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান, পরিবেশ দূষণের দায়ে এ ব্রিক ফিল্ড মালিককে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।