কাজিরবাজার ডেস্ক :
আজ সোমবার থেকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের টিকা দেয়া শুরু হবে। শুক্রবার মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দেয় দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।
টিকা বণ্টনের দায়িত্বে থাকা মার্কিন সেনাকর্মকর্তা গুস্তাভ পারনা বলেন, “বিভিন্ন অঙ্গরাজ্যে ৩০ কোটি টিকা পাঠানো হচ্ছে।”
তিনি আরো বলেন, “সোমবার বিভিন্ন রাজ্যের ১৩৪টি স্থানে টিকা দেয়া শুরু হবে। এরপরে মঙ্গলবারে ৪২৫টি এবং বুধবার ৬৬টি স্থানে টিকা দেয়ার কাজ চলবে। ”
ফাইজারের প্রথম চালানে পাঠানো টিকায় প্রায় ৩০ লাখ মানুষ টিকা কার্যক্রমের আওতায় আসবে।