বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঘাতক দালাল নির্র্মূল কমিটির মানববন্ধন

13
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবিতে সিলেট জেলা ও মহানগর ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল।

সম্প্রতি সন্ত্রাসী কর্তৃক নৈরাজ্য সৃষ্টি করার ষড়যন্ত্র বাস্তবায়নের অপপ্রয়াসের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবীতে সিলেট জেলা ও মহানগর ঘাতক দালাল নির্র্মূল কমিটির উদ্যোগে এক বিশাল মুক্তিযোদ্ধা সমাবেশ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার (৯ডিসেম্বর) বেলা ২টায় সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা শাখার সভাপতি মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে ও যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মনোজ কপালী মিন্টুর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল। বক্তব্য রাখেন, মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, দক্ষিণ সুরমা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. কুটি মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাজী এরশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রজনী কান্ত দাস, বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা কচির মিয়া, বীর মুক্তিযোদ্ধা তসিদ আলী, বীর মুক্তিযোদ্ধা বুরহান উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মো. মানিক মিয়া, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর আলীম তুষার, শ্রমিক নেতা নিয়াজ খান, মাইনুল ইসলাম, আলী হোসেন রোহেল, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী আলাউদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক আলী আহসান রুবেল, মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া ইকবাল চৌধুরী, ক্রীড়া সম্পাদক পাপলু আহমদ, প্রচার সম্পাদক তারেক আহমদ, সদস্য মো. জুবায়ের আহমদ, সাইফা সুলতানা ইয়াসমিন তালুকদার, সাইফুল ইসলাম, রফিক উদ্দিন, সাইস্তা তালুকদার।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘ভাস্কর্য ভেঙে বাঙালির হৃদয় থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম মুছে ফেলা যাবে না। মৌলবাদী জঙ্গিগোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। বাংলার মাটিতে তাদের এই অপতৎপরতা কোনোদিন বাস্তবায়ন হবে না। সমাবেশে বক্তারা ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিজ্ঞপ্তি