জেড এম শামসুল :
আজ ৯ ডিসেম্বর ৭১ এর এই দিনে ভারতীয় মিত্রবাহিনী ঢাকার পথে আরো এগিয়ে যায়। পাকিস্তানী হানাদার বাহিনী মিত্রবাহিনীকে রুখতে মরিয়া হয়ে উঠে। আদমগঞ্জ কুষ্টিয়া শহর সহ বিভিন্ন স্থানে তীব্র যুদ্ধ হয়। এ শহরগুলোতে তীব্র লড়াই করে সেনাদলের সাথে মিত্রবাহিনীর চতুর্থ মাউন্টেন ডিভিশন, ৪৫ ক্যাডালরী ট্র্যাংক সহ ২২ রাজপুত্র শহরে প্রবেশ করে। এদিন বিপুল পরিমাণ ট্রাংক সাবমেরিন মিত্রবাহিনী ধ্বংস করে। মুক্তিযোদ্ধা সহ সেনাবাহিনীর বিভিন্ন দল এবং মিত্রবাহিনী এগুতে থাকলে হানাদার বাহিনীর সাথে মরণপণ যুদ্ধে লিপ্ত হতে হয়। এদিন ঢাকা শহর হানাদার মুক্ত করতে সব দিক থেকে তীব্র যুদ্ধ করতে হয়েছিল। তীব্রতর যুদ্ধে হানাদার বাহিনী নিজ নিজ আস্তানায় আশ্রয় গ্রহণ করতে থাকে। এদিন সিলেটের বিভিন্ন স্থান ও চাঁদপুর কুষ্টিয়া কুমিল্লার দাউদকান্দি, সহ অনেক স্থান হানাদার মুক্ত হয়। এদিকে মুক্তিযোদ্ধা সহ সেনাবাহিনী গঠিত দল সমূহ মিত্রবাহিনীর সহযোগিতায় ঢাকা শহরসহ বিভিন্ন শহরের দিকে এগুতে থাকে। সিলেট শহরে হানাদার বাহিনী জড়ো হতে থাকে। এ সময় হানাদার বাহিনীর দোসররা দেশপ্রেমিক বাঙালিদের উপর হত্যা, বিভিন্ন স্থাপনা ধ্বংস করতে থাকে। মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী বিমান হামলা গেরিলাসহ হামলা অব্যাহত রাখে।