র‌্যাবের কথা বলে চাঁদা আদায় ॥ খাদিমনগর থেকে ফেনসিডিল, বিদেশী মদ ও প্রাইভেট কারসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

28

স্টাফ রিপোর্টার :
শহরতলির খাদিমনগর বাগানবাড়ী এলাকা থেকে দীর্ঘদিন ধরে র‌্যাবের কথা বলে বিপুল পরিমাণ চাঁদা আদায়ের অপরাধে ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। গত বুধবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল গ্রামের মৃত আনসার আলী খানের পুত্র জাকির হোসেন (৫২) ও জিয়াউল খান জিয়ারত (৪৩) এবং একই উপজেলার কালিনগর গ্রামের আবুল হোসেনের পুত্র রাশেদ পারভেজ লাভলু (৩৬)। এছাড়া চাঁদা আদায়ের পাশাপাশি তারা মাদকের ব্যবসাও করতো।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত জাকির, জিয়ারত ও লাভলু দীর্ঘদিন ধরে জাফলং, গোয়াইনঘাট এবং কোম্পানিগঞ্জ এলাকায় র‌্যাবের নাম করে চাঁদাবাজি করে আসছিল। তারা নিজেদেরকে র‌্যাবের নিয়োজিত লোক এবং চাঁদার সিংহভাগই র‌্যাব-৯-কে প্রদান করা হয় বলে দাবি করতো। একই সঙ্গে তারা মাদক ব্যবসাও পরিচালনা করে আসছিলো। এমন অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর গত মঙ্গলবার ২ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব ৯ এর একটি দল শহরতলির খাদিমনগর বাগানবাড়ী এলাকায় অভিযান চালিয়ে উক্ত ৩ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল, ২৮ বোতল অফিসার্স চয়েস মদ, ৬ বোতল বিয়ার ও মাদক পরিবহনের একটি প্রাইভেট কার উদ্ধার ও জব্দ করে র‌্যাব। র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে র‌্যাবের কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে বিপুল অংকের টাকা চাঁদা তুলে আসছে বলে স্বীকার করে। জব্দকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।