করোনার ২য় পর্যায়ের সংক্রমণ এড়াতে সচেতন হতে হবে – এড. মিসবাহ সিরাজ

8
আমরা সিলেটি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করছেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, দেশে এখন ২য় পর্যায়ে করোনা ভাইরাসের সংক্রমণ চলছে। তাই সবাইকে সচেতন হতে হবে। সব সময় মাস্ক পরে চলাফেরা করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকারের দুরদর্শি নেতৃত্বে কারোনা কালে সবাই নিরলসভাবে কাজ করেছেন। আওয়ামী সরকারের নেতাকর্মীরাও সাধারণ মানুষদের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়েছেন। তিনি সরকারের স্বাস্থ্যবিধি মেনে সকলকে চলাচলের জন্য আহ্বান জানান।
তিনি সোমবার (৩০ নভেম্বর) বেলা ২টায় নগরীর কোর্ট পয়েন্টে সমাজের অবহেলিত মানুষের পক্ষে আমরা সিলেটি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আমরা সিলেটি কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফিজ শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নিয়াজ খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, সাবেক দপ্তর সম্পাদক এডভোকেট এডিশনাল পিপি শামসুল ইসলাম, এডিশনাল পিপি মাসুক আহমদ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি রুহেল আহমদ, তানভির আহমদ, যুগ্ম সম্পাদক সোবহান সানী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, মো. তৌফিক আহমদ, আব্দুল হামিদ, তোফায়েল আহমদ, শফিক আহমদ, মো. শাহরিয়ার, প্রচার সম্পাদক মিজান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি