সারাদেশে নারী ও শিশুর উপর ধর্ষণ ও যৌন সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি ও ন্যায্য বিচার না হওয়ায় আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট সিলেটের উদ্যোগে এবং সিলেটে আমরাই পারি’কে নেতৃত্বদানকারী সংস্থা সিলেট যুব একাডেমি (এস.জে.এ) এর সহযোগিতায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী বরাবরে স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক (উপসচিব) মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের মাধ্যমে এক স্মারকলিপি প্রদান করা হয়।
আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট সিলেটের আহ্বায়ক মো. আব্দুস শহীদের সভাপতিত্বে ও সদস্য সচিব ও এস.জে.এ সহকারী পরিচালক সাবিহা সুলতানার পরিচালনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট সিলেটের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান সাঈদ, সংগঠনের সদস্য ও বি.এন.ডব্লিউ.এল.এ এর বিভাগীয় প্রধান এডভোকেট সৈয়দ শিরীন আক্তার, সিলেট ব্লাস্ট এর কো-অর্ডিনেটর মো. ইরফানুজ্জামান চৌধুরী, সদস্য মো. শামসুল হক, ডলিয়া জামান, সজল তালুকদার, মো. মিলন হোসেন, ফারজানা আক্তার, সানিয়া আক্তার সাম্মি, ওয়াহিদা বেগম, সুরেহা মজুমদার, সাহেদা আক্তার, রোমেনা আহমদ, রোজিনা বেগম, সুমি আক্তার, জামিলা বেগম, শিউলি আকতার, শ্যামলী বাউরী, শিবানী চক্রবর্তী, জান্নাত আক্তার, সালমা বেগম, ইতি রানী, মাইন উদ্দিন, সবিতা রানী, সাব্বির আহমদ, সুরাইয়া বকুল বুশরা, রায়হান আহমদ, জসিম, শান্তনা সরকার, সংগঠনের সদস্য শাহনাজ বেগম চৌধুরী, দিলরুবা আক্তার মুন্নি, সি.এম সিলেটের সদস্য মোছা. সুমাইয়া সিদ্দিকা, আঞ্জুম মানতাকা, তাওসিয়া আক্তার, তারিন মিশু, সালওয়া খান, নাজিয়া আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি