সাঈদুর রহমান লিটন
জল পড়ে পাতা নড়ে
টুপটুপ শব্দ,
বের হলে খালি গায়ে
ভিজে হয় জব্দ।
খক খক কাশে বুড়ো
যায় নাকি দমটা,
এই বুঝি শীত এলো
ধরে নাকি জমটা।
ফুল তলে ফুলে ভরা
চার দিক গন্ধ,
কুয়াশার ভয়ে তাই
সেথা যেতে বন্ধ।
নদ নদী জল হীন
জেগে ওঠে মৎস,
মাছ খেতে ভালোবাসে
ছোট বড় বৎস!
হেঁটে হেঁটে এলো আজ
প্রকৃতিতে হেমন্ত,
শীত শীত ভাব ভাব
শীত নেই তেমন তো।