ওসমানীনগর উপজেলা বিএনপি নেতা কারাগারে

14

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগর উপজেলা বিএনপির নেতা মুনীর আহমদকে কারাগারে পাঠিয়েছেন বিজ্ঞ আদালত। ২০১৮ সালের ৫ ফেব্র“য়ারিতে ওসমানীনগর থানায় দায়েরকৃত নাশকতা মামলায় (নং ৫) মুনীর গত বৃহস্পতিবার সকালে সিলেটের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জানা গেছে, ২০১৮ সালের ৫ ফেব্র“য়ারি খালেদা জিয়ার সিলেট সফরের সময় পুলিশবাদী হয়ে উক্ত মামলাটি দায়ের করা হলে উক্ত মামলার অন্য আসামীরা ইতোমধ্যে আদালত থেকে জামিন নিয়েছেন।
এদিকে, গত বৃহস্পতিবার মুনীর আহমদের জামিন না হওয়ায় নিন্দা জানিয়েছেন ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ কওছর আহমদ ও সাধারণ সম্পাদক গয়াছ মিয়া।
এক বিবৃতিতে তারা বলেন, স্বৈরাচারী সরকার একের পর এক সাজানো মামলা দিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে। ওসমানীনগরে মুনীর আহমদসহ অসংখ্য নেতাকর্মীকে বিভিন্ন ভাবে মামলা দিয়ে শায়েস্তা করা হচ্ছে। যা সঠিক গণতন্ত্র চর্চার অন্যতম অন্তরায়। বিবৃতিদাতারা অবিলম্বে মুনীর আহমদসহ কারাগারে বন্দি বিএনপির সকল নেতা-কর্মীর মুক্তির দাবি জানান।