তাহিরপুর থেকে সংবাদদাতা :
তাহিরপুরে মাটিয়ান হাওরে জেলেদের উপর ইজারাদারের লাটিয়াল বাহিনীর উপর নৃশংস হামলা। প্রতিবাদে তাহিরপুর সদর বাজারে জেলেদের বিক্ষোভ মিছিল করে। রবিবার দুপুরে জেলেদের উপর হামলার প্রতিবাদে প্রশাসনের নিকট এর সুষ্ঠু বিচার দাবী করে মিছিল করে মাটিয়ান হাওরপারের বিভিন্ন গ্রামের জেলেরা।
মাটিয়ান হাওরপারের বড়দল গ্রামের জেলেরা জানান, শনিবার সন্ধ্যায় বড়দল গ্রামের সামনে মাটিয়ান হাওরে মাছ ধরার সময় মাটিয়ান হাওরের ইজারাদার রতনশ্রীগ্রামের ইকবাল হোসেন, সুনামগঞ্জ জেলা সদরের বাসিন্দা দীপক ঘোষ এর লাঠিয়াল বাহিনী জেলেদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় ৩ জন জেলে গুরুতর আহত হয়। আহতদের মধ্যে দুলাল মিয়া(৩০)কে সুনামগঞ্জ সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। অপর আহত আফজল (২৯), হাসান (২৭) কে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত জেলেরা জানান, গত ২৮ অক্টোবর বুধবার মাটিয়ান হাওরেরর রতনশ্রী গ্রামের ইজারাদার ইকবাল হোসেন তালুকদার ও সুনামঞ্জ শহরের দীপক ঘোষ কর্তৃক মাটিয়ার হাওরের পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মাণাধীন বোয়ালমারা বেড়িবাঁধটি কেটে দেয়ার প্রতিবাদে তাহিরপুর বাজারে কৃষক শ্রমিক ও জেলেদের অংশগ্রহণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল। মানববন্ধনের সূত্রধরেই শনিবার রাতে ইজারাদার পুত্র রতনশ্রী গ্রামের রাহী, একই গ্রামের পাহারাদার কামাল মিয়া, রবি, তমিম, পাখি মিয়া, সাজিম সহ একাধিক পাহারাদার তাদের উপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনজন আঘাতপ্রাপ্ত হয়।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার বলেন, এখনো এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাই নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।