‘দুষ্কাল প্রতিরোধে আমরা’র গণস্বাক্ষর কর্মসূচী ॥ গণপিটুনি-পুলিশী নির্যাতনসহ বিনা বিচারে সব ধরণের হত্যাকান্ড বন্ধের আহ্বান

50
গণপিটুনি ও পুলিশী নির্যাতনে হত্যা সহ বিনা বিচারে সব ধরনের হত্যাকান্ড বন্ধ এবং ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধের দাবিতে দুষ্কাল প্রতিরোধে আমরা এর গণস্বাক্ষর কর্মসূচিতে স্বাক্ষর করছেন পুলিশী নির্যাতনে নিহত রায়হান আহমদের মা। ছবিটি গতকাল বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তোলা। ছবি- মামুন হোসেন

গণপিটুনি ও পুলিশী নির্যাতনে হত্যাসহ বিনাবিচারে সব ধরণের হত্যাকান্ড বন্ধ এবং ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচী পালন করেছে নাগরিক মোর্চা ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচী পালন করা হয়।
গণস্বাক্ষর কর্মসূচী চলাকালে সংহতি জানিয়ে বক্তৃতায় সিলেটের বিভিন্ন অঙ্গণের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ বলেন, দেশে আইনের শাসন না থাকা ও বিচারহীনতার সংস্কৃতি চালু হওয়ায় একের পর এক বিচারবহির্ভূত হত্যাকান্ড ঘটছে। যার সর্বশেষ ঘটনা ঘটেছে লালমনিরহাটে। ধর্মীয় অবমাননার অভিযোগ এনে সেখানে এক নিরীহ ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। মৃত্যুর পর ওই ব্যক্তির লাশও পুড়িয়ে দিয়েছে হিংস্র জনতা। প্রকাশ্যে এ ঘটনা ঘটলেও এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। যারা এ ধরণের অপরাধ থামানো ও অপরাধীদের গ্রেফতার করার কথা সেই আইশৃঙ্খলা বাহিনী নিজেরাই জড়িয়ে পড়ছে অপরাধ কর্মকান্ডে। সিলেটে বন্দরবাজার ফাঁড়িতে পিটিয়ে রায়হান নামের এক যুবককে মেরে ফেলেছে।
বক্তারা লালমনিরহাটে শহীদুন্নবী জুয়েল ও সিলেটে রায়হান আহমদ হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সবধরণের বিচার বহির্ভূত হত্যা বন্ধেরও দাবি জানান।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনাও আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। ধর্ষকদের দ্রুত শাস্তি নিশ্চিত করা না গেলে এ ধরণের কর্মকান্ড রোধ করা সম্ভব নয়।
সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদের পরিবারের পক্ষে তার ছোট ভাই রাব্বি আহমদ তানভীর স্বাক্ষর দিয়ে এই কর্মসূচীর সূচনা করেন।
স্বাক্ষর প্রদানের পর এই কর্মসূচির সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বিনা বিচারে সব ধরণের হত্যাকান্ড বন্ধ করতে হবে। দেশে আইনের শাসন নিশ্চিত করতে হবে। কেউ যাতে বিনা বিচারে হত্যার শিকার না হয় এজন্য আমাদের রাজপথে সোচ্চার থাকতে হবে।
‘দুষ্কাল প্রতিরোধে আমরা’-এর সংগঠক দেবব্রত চৌধুরী লিটনের সঞ্চালনায় এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদউল্লাহ শহিদুল ইসলাম শাহিন, ওয়ার্কার্স পার্টি সিলেটের সভাপতি সিকান্দার আলী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু, রায়হান আহমদের খালা আয়শা আহমদ, সাংস্কৃতিক সংগঠক শামসুল বাসিত শেরো, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, ইমজা সিলেটের সাধারণ সম্পাদক সজল ছত্রী, সমাজকর্মী নিগার সুলতানা, ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’-এর সংগঠক আব্দুল করিম কিম, আশরাফুল কবির প্রমুখ। বিজ্ঞপ্তি