স্টাফ রিপোর্টার :
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার নিশারুল আরিফ বলেছেন, সিলেটে রায়হান হত্যাকান্ডের ঘটনা অনভিপ্রেত, অপ্রত্যাশিত। যে অপরাধী সে যে বাহিনীরই হোক না কেন সে অপরাধী। যেহেতু পুলিশ এ ঘটনায় অভিযুক্ত একারণে আমি লজ্জিত। তবে এটি আমাদের কাছে ধর্তব্য কোন বিষয় নয়। আমাদের মূল টার্গেট আসামীদের গ্রেফতার করা।
তিনি বলেন, সরকারের কঠোর নির্দেশনা আছে এ ঘটনায় সকলকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার। আমরা তাদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা করব। এই এসাইনমেন্ট নিয়েই আমি সিলেটে এসেছি। আসামীদের গ্রেফতারে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। পুলিশ কমিশনার নিশারুল আরিফ আরো বলেন, রায়হানের পরিবারের সদস্যদের সাথে আমি কথা বলেছি। তাদের দাবি মূল আসামীকে গ্রেফতার করা। পুলিশসহ সবগুলো বাহিনী এ চেষ্টা অব্যাহত রেখেছে। জড়িত সকলকে আমরা গ্রেফতার করব। তাদের ব্যাপারে কোন তথ্য পেলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান তিনি। তিনি গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদের বাড়িতে তার পরিবারের সাথে আলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ইউ-এস বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট এসে পৌঁছেন এই নতুন কমিশনার। বিমানবন্দরে এসএমপি’র কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের নতুন কমিশনারের সিলেট আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে নতুন কমিশনার দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে যান। এরপর তিনি পুলিশি নির্যাতনে নিহত রায়হানের বাড়িতে যান এবং সেখানে তার মা সালমা বেগমসহ পরিবারের অন্য সদস্যদের সাথে সাক্ষাত করেন।
এদিকে, রায়হান হত্যা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে গত ২২ অক্টোবর কমিশনার গোলাম কিবরিয়াকে বদলি করা হয়। গোলাম কিবরিয়ার স্থলে সিলেটের নতুন কমিশনার হিসাবে নিশারুল আরিফকে নিয়োগ দেয়া হয়।